মাহবুব আজাদের ছড়া

হোঁদড় যাবে বিলেতে



 টলো খবর, নয় কেনিয়া, উগাণ্ডা বা চিলেতে

শিখতে হাসি সোঁদরবনের হোঁদড় যাবে বিলেতে।

বিমান-সরাই-প্রশিক্ষণের খরচ কোটির ওপরে

লক্ষদশেক খসবে আরও খাবার-কাপড়চোপড়ে।

খর্চা আরও বিলেতি রং-ঢঙ্গে তাকে সাজাবার...

বনজনতার পকেট থেকেই পয়সা যাবে যা যাবার।

পক্ষী-পশু বেজায় নাখোশ এ নিয়ে মাসখানেকই

হাসতে শেখার জন্যে আবার বিলেত যাবার মানে কী?

ট্রেনিং ছাড়াই সমস্ত দিন গা-জ্বালানো শব্দে সে

চলছে হেসে, যেমন হাসে বনের হোঁদড় সব দেশে।

বাঁদর যখন বক্তিমা দেয়, ঠুমরি সাধে মহিষে

শিক্ষাবিনাই তখন হাসে হিহিহোহোহোহি সে।

ফেসবুকেও ভারিক্কি সব প্রবন্ধ আর থিসিসে

যায় দাগিয়ে একটা করে 'হাহা' দিবানিশি সে।

আর তাছাড়া উচ্চশিক্ষা হয় নিতে তো এ নিয়া

শিখতে যাবি তানজ়ানিয়া, উগাণ্ডা, বা কেনিয়া।

আফ্রিকাতে খান্দানি সব হোঁদড় হাসে দল বেঁধে

হাসির ওপর শিক্ষা তারা দেবার যা তা অল্পে দেয়।   

বল-খেলাটা শিখতে গেলে কেউ কি যাবে হাভানা?

কম খরচে শেখায় যদি ব্রাজ়িল-কোপাকাবানা?

পাহাড়চড়া শিখতে কি কেউ বিলেত যাবে এ কালে?

শিক্ষা যখন সস্তা মেলে হাতের কাছে নেপালে?

"কোটির ওপর খর্চা করে বিলেত যাবি ক্যানো রে?"

পক্ষীপশু ব্যস্ত থাকে এসব ঘ্যানরঘ্যানরে।

বনের কাগজ এসব কথা যখন শুধায় হোঁদড়ে,

হোঁদড় যোগায় জবাবটি তার ঝুলিয়ে হাসি অধরে

"মোদ্দা কথা হয়তো আজও তোদের কাছে অজানাই

আফ্রিকাতে হাসির ওপর শিক্ষা আছে, মজা নাই।"


শিশুকাগজের শিশু পাঠকবন্ধুদের জন্যে টীকা: 

সুন্দরবনসহ বাংলাদেশের কিছু এলাকায় অতীতে হোঁদড় দেখা যেতো বটে, কিন্তু বর্তমানে এসব অঞ্চলে এ প্রাণীটি আর দেখা যায় না। হোঁদড়কে ইংরেজিতে ডাকা হয় Striped Hyena বলে।

No comments:

Post a Comment