আমরা আবারো আসছি


প্রিয় পাঠক,

অনেকদিন শিশুকাগজ বন্ধ হয়ে ছিল বলে দুঃখিত। শিশুকাগজের ওয়েবসাইটের কিছু কাজের সমস্যা ছিল, সেটা ছাড়াও যেসব শিশু এই পত্রিকার সাথে কাজ করতো, তাদের অনেকে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনা, পরীক্ষা ইত্যাদি নিয়ে। ফলে দীর্ঘ সময় শিশুকাগজ মন খারাপ করে নিঃসঙ্গ অবস্থায় কাটাচ্ছে। 

তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সীমিত আকারে শিশুকাগজ আবারো চালু করা হবে। তবে একটু পরিবর্তন হবে। আগের মতো মাসিক পত্রিকা থাকবে না। যখন লেখা আসবে তখনই প্রকাশ করা হবে। 

শিশুদের জন্য যারা লিখতে চান, তারা যে কোন মজার লেখা পাঠিয়ে দিন। এখানে লেখার কোন বিশেষ যোগ্যতা লাগে না। শুধু শুদ্ধ বাংলায় লিখতে পারলেই চলবে। 

গদ্য, পদ্য, ফিচার, কৌতুক, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, যে কোন বিষয়ে যে কেউ লিখতে পারেন। 

সবাইকে শিশুকাগজে স্বাগতম।


সম্পাদক, শিশুকাগজ