::: ডিসেম্বর ::: হাসাহাসি ::: ২০২০:::

 

আমেরিকার আবিষ্কারক কে

চান্দুর ছেলে সূর্য একটা বেশ নামকরা ইংরেজি মিডিয়ামের স্কুলে পড়ে। একদিন স্কুলে জিওগ্রাফি মানে ভূগোলের ক্লাসে শিক্ষক সূর্যকে ডাকলেন।
শিক্ষক : সূর্য, তুমি ওই ম্যাপের সামনে যাও। আর গিয়ে উত্তর আমেরিকা কোথায় আছে সেটা দেখাও।

সূর্য খুব স্মার্টলি ম্যাপের সামনে গিয়ে হাত দিয়ে উত্তর আমেরিকা দেখিয়ে বললো-
সূর্য : স্যার, এই তো, উত্তর আমেরিকা ম্যাপের এখানটায় আছে।
শিক্ষক : একদম ঠিক বলেছো! সাবাস!

তারপর ক্লাসের বাকি ছাত্র-ছাত্রীর দিকে তাকিয়ে বললেন-
শিক্ষক : এখন তোমরা বলো তো আমেরিকার আবিষ্কারক কে করেছিলেন?
ছাত্র-ছাত্রীরা : সূর্য, স্যার!


কঠিন প্রশ্ন হয়েছে
পরীক্ষার হলে পরীক্ষক এসে ছাত্রদের জিজ্ঞেস করলেন-
পরীক্ষক : কী, প্রশ্ন কেমন হয়েছে?
ছাত্র : স্যার এত কঠিন প্রশ্ন হয়েছে যে উত্তর দিতে গিয়ে বারোটা বেজে যাবে।
পরীক্ষক : তাতে তো কোনো সমস্যা নেই। তোমাদের খাতা নেওয়া হবে একটার সময়।


চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে-
প্রশ্নকর্তা : একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থী : এটা তো সোজা। ৪৯টা।
প্রশ্নকর্তা : আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?
প্রার্থী : ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা : একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?
প্রার্থী : ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা : বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
প্রার্থী : হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তা : এক বৃদ্ধা কুমিরভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
প্রার্থী : কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তা : শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থী : আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন?
প্রশ্নকর্তা : না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল।

আপনার পরিচয়পত্রটা দেখান
একদিন এক কৃষকের বাড়িতে তল্লাশি করতে গেলেন এক গোয়েন্দা। সহজ-সরল কৃষককে ধমক দিয়ে-
গোয়েন্দা : সরে দাঁড়াও, আজ তোমার বাড়িতে তল্লাশি করব!
কৃষক : তল্লাশি করতে চান, করুন স্যার। কিন্তু দয়াকরে বাড়ির উত্তর দিকের মাঠটাতে যাবেন না।

গোয়েন্দা কৃষকের নাকের ডগায় পরিচয়পত্রটা ঝুলিয়ে-
গোয়েন্দা : এটা চেন? এখানে আমার নাম লেখা আছে! এটা দেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়! আর তুমি কিনা আমার কাজে বাধা দিতে চাও?

ধমক খেয়ে আর কিছু বললেন না কৃষক। কিছুক্ষণ পরই দেখা গেল উত্তর দিকের মাঠ থেকে গোয়েন্দা চিৎকার করে দৌড়াচ্ছেন-
গোয়েন্দা : বাঁচাও! আমাকে বাঁচাও।

1 comment: